ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, জুলাই ১৫, ২০২৫
কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা  ...

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুইবেক কানাডার আয়োজনে বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি কাওয়ানসভিলের ন্যাচার সেন্টারের মনোরম পরিবেশে সংগঠনের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন সিকদার ও নওশাদ চৌধুরী মিটু এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পেলে রপ্তানি ও আমদানি কার্যক্রম আরও বেগবান করা সম্ভব। বিশেষ করে চট্টগ্রামের বন্দরনগরী এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মন্ট্রিয়ল ও আশপাশের শহর থেকে আগত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রান্ড স্পন্সর ইঞ্জি. এ হেলাল, গোল্ডেন স্পনসর নাদির হামিদ ও রিয়াজ হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু ইউনুস সুজন, আ স ম ইসমাইল, মো. আলী জিন্নাহ, মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, মো. দিদারুল মোস্তফা, আবসার উদ্দীন চৌধুরী, মো. শাহজাহান, মো. নুরুল আবসার, মো. দিদারুল আলম, নূর মোহাম্মদ চৌধুরী, মো. নিজাম উদ্দীন চৌধুরী, মো. মোসালেম উদ্দিন বাবুল, সুশান্ত বড়ুয়া, কাইসুল হক, আরাফাত হোসেন, মোহাম্মদ জাবেদ, এম সহিদ, জুয়েল দেবনাথ, মো. ইমতিয়াজ সাজু, মো. ইমতিয়াজ রাজু, কাজী সোয়েব, মোস্তফা কামান, ইকবাল করিম তুষান, মো. ইমরান উদ্দিন.

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো বাচ্চাদের হরেক রকম খেলাধুলা, র‌্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিডি.টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।