ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

লোক দেখানোর রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজের আহ্বান চাকসু মামুনের

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, আগস্ট ১৫, ২০২৫
লোক দেখানোর রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজের আহ্বান চাকসু মামুনের অনুষ্ঠানে অতিথিরা।

লোক দেখানোর রাজনীতি পরিহার করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের প্যারিসে সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মামুনুর রশীদ মামুন বলেন, লোক দেখানোর রাজনীতি করতে গিয়ে অনেক সময় সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এই লৌকিকতার রাজনীতি সবার আগে পরিহার করতে হবে। তাহলেই মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে মানুষের দুয়ারে পৌঁছাতে হবে। প্রবাসীদেরও দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান। সঞ্চালনা করেন এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাহমান।

স্বাগত বক্তব্য দেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রুহুল আম্বিয়া ও জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক জাকি মোস্তফা টুটুল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ রহিম, রুহুল আমিন আব্দুল্লাহ, তাসলিম উদ্দিন মাস্টার, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জুনেদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেকসহ প্রবাসী নেতারা।

এ ছাড়া বক্তব্য দেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা শরীফ আহমেদ, ইকবাল হুসাইন, ফরহাদ আহমেদ, ওলিউর রাহমান, ফাহাদ রেজা, মাসুদুর রাহমান মাসুম, রাহেল আহমেদ, দিলাল আহমেদ, মামুন আহমেদ, সেলিম আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

সভা শুরুর আগে ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আহমেদ মালেক। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত কানাইঘাট-জকিগঞ্জের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ এর সর্বশেষ