ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

টরন্টোয় চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, সেপ্টেম্বর ২২, ২০২৫
টরন্টোয় চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা  ...

চট্টগ্রাম: টরন্টোর ডেনফোর্থ হয়ে উঠেছিল একখণ্ড চট্টগ্রাম। বসেছিল চাটগাঁবাসীর মিলনমেলা।

খোঁজ নিচ্ছিলেন একে অপরের। বিদেশ বিভূঁইয়ে একসাথে হওয়ার সুযোগ কম। চাটগাঁইয়া মেজবান উপলক্ষে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন শনিবার (২০ সেপ্টেম্বর)।  

কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের উদ্যোগে আয়োজিত এই মেজবানে চট্টগ্রামের বাইরের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। ডেনফোর্থ সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত মেজবান অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ সুধীসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য দেন। তারা ব্যতিক্রমী এই আয়োজনের জন্য চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের নেতৃবৃন্দের প্রশংসা করেন। তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা ইনক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশগ্রহণের মধ্যদিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবান হয়ে ওঠেছে।

তারা আরও বলেন, সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী একজন অসাম্প্রদায়িক লোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। চট্টগ্রাম সমিতি, কানাডা ইনক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবানে পরিণত হয়ে ওঠেছে।

আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মেজবানে অংশ নেওয়ায় অভ্যাগতদের ধন্যবাদ জানান।

সভাপতি মঞ্জুর চৌধুরী বলেন, এটা শুধু চট্টগ্রামবাসী নয়, বাংলাদেশিদের মিলনমেলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম সমিতি কানাডা- প্রবাসে বাংলাদেশের এবং চট্টগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখতে সবসময় সচেষ্ট থাকবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।