ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার দাবি টরন্টোতে

টরন্টো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার দাবি টরন্টোতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনতিবিলম্বে মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের খুনীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে কানাডার টরন্টোর সর্বস্তরের নাগরিক। এক গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।



‘রুখে দাঁড়াও’ শীর্ষক এই নাগরিক সমাবেশে বক্তারা বলেছেন, মুক্তচিন্তার অভিজিৎদের রক্ষা করার মতো রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারিনি। অথচ এটিই ছিলো ৭১-এর মুক্তিযুদ্ধের প্রধান স্বপ্ন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোট কিংবা রাজনীতির হিসাব নিকাশে অভিজিতের খুনীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হলে জাতিকেই তার চরম মূল্য দিতে হবে। তারা মৌলবাদী খুনীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলারও ডাক দেন।

টরন্টোর সামাজিক রাজনৈতিক সংগঠন প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এবং সাংস্কৃতিক সংগঠন ‘যথার্থ’ এর যৌথ আয়োজনে  রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে এই  নাগরিক সমাবেশ অনুষ্ঠিত  হয়। পিডিআই-এর আহ্বায়ক প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল মালিকের সভাপতিত্বে সমাবেশে কমিউনিটির  প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।

সুব্রত পুরোর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ডাকসুর সাবেক এজিএস নাসি উদ দোজা, মুক্তমনা ব্লগ-এর এডমিন ফরিদ আহমেদ, বিদ্যুৎ রঞ্জন দে, সুব্রত কুমার দাস, শওগাত আলী সাগর, মোহাম্মদ ইলিয়াস মিয়া, টিটো খন্দকার,ড. সুশীতল সিংহ চৌধুরী,সৌমেন সাহা, অরুন দত্ত, ফারহানা আজিম শিউলি, আকতার হোসেন, স্বপন বিশ্বাস, ফারহানা পল্লব, সুব্রত নন্দী, ননী গোপাল দে, খোকা পাল, ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ। এতে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন শেখর গোমেজ।

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।