ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

টাইগারদের জয়ে ভিয়েনা প্রবাসীদের উল্লাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
টাইগারদের জয়ে ভিয়েনা প্রবাসীদের উল্লাস ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থানরত প্রবাসী বাঙালিরাও আনন্দ-উল্লাসে মেতেছেন।

ক্রিকেট বিশ্বে পরাশক্তি ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে এক ম্যাচ হাতে থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আর টাইগারদের এমন গৌরবময় বিজয়ে আনন্দ-উল্লাসে ভেসেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রবাসী  বাঙালিরা।

সোমবার (০৯ মার্চ) ভিয়েনা সময় ভোর সাড়ে চারটা থেকেই খেলা দেখতে বসে যান প্রবাসী বাঙালিরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য  গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সম্পর্কে প্রবাসীদের মধ্যেও ব্যাপক উৎকণ্ঠা-উত্তেজনা ছিল। শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয়ে আনন্দের ঢেউ বয়ে যায় প্রবাসীদের মধ্যে।

বাংলাদেশের এই জয়ে দলের খেলোয়ার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম।

এমন জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন কমিউনিটি নেতা খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাইফুল ইসলাম কবির, আকতার হোসেন, সামছুল ইসলাম, সওকত আলী, রুহী দাস সাহা, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, শাহ কামাল, নয়ন হোসেন ও ইমরুল কায়েস মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।