ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

দেবেশ বড়ুয়া, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ঢাকা: ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) প্যারিসের বাংলাদেশ দূতাবাস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এম শহীদুল ইসলাম।

পরে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ছাড়াও বাংলাদেশ কমিউনিটি নেতা আবদুল্লাহ আল বাকী, মুক্তিযোদ্ধা এনামুল হক, নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম প্রম‍ুখ অংশ নেন।
 
এর আগে রোববার (১৫ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।