কুয়েত সিটি: বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল লে. জেনারেল আনোয়ার হোসেন এনডিসি, পিএসসি’র নেতৃত্বে সম্প্রতি কুয়েত সফর করেন। এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
সফরকালে তারা কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধান লে. জেনারেল মোহাম্মদ খালেদ আল খদর, এবং উপপ্রধান লে. জেনারেল আবদুল্লাহ নওয়াফ আল সাবাহ’র সাথে মতবিনিময় করেন।
সফরে কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সাথে চুক্তি নবায়নসহ উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক ফলপ্রসূ আলোচনা হয়।
কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট এর সদর দপ্তর পরিদর্শনকালে প্রতিনিধি দলকে বিএমসি কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম শামিম উজ জামান।
প্রতিনিধি দলটি ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়েতে অবস্থান করেন।
বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা,নভেম্বর ০১, ২০১৫
আরআই