ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

এমপি তাজুল ইসলামের উমরাহ পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, জুন ২৩, ২০১৬
এমপি তাজুল ইসলামের উমরাহ পালন

রিয়াদ: পবিত্র উমরাহ পালন করেছেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম এমপি।

বুধবার (২২ জুন) দিনগত রাত আড়াইটার দিকে সব আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে উমরাহ পালন সম্পন্ন করেন তিনি।

সৌদি আরবের লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলামের স্ত্রী, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন, সৌদি আরবে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি মোশাররফ হোসেন কাঞ্চনসহ লাকসাম-মনোহগঞ্জের প্রবাসীরা এ সময় তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।