ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

ঢাকা: শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উরবান লরিস প্লাসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অস্ট্রিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, সাংবাদিক এম নজরুল ইসলাম।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, মিজানুর রহমান শ্যামল, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা ইয়াসিম মিয়া বাবু, সিরাজ চৌধুরী, মাহবুব খান সামীম, এমরান মজুমদার প্রমুখ।

প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শেখ কামাল ভাইকে কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমাদের মন ও মননে আলোর শিখার পরশ বুলিয়ে দিয়েছিলেন তিনি। উচ্ছল তারুণ্যের ঈর্ষণীয় উজ্জ্বলতায় শেখ কামাল ছিলেন আমাদের প্রেরণা।
 
তিনি আরও বলেন, বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল দেশীয় সব খেলার মানোন্নয়নে অক্লান্ত শ্রম দিয়ে অপরিসীম অবদান রেখে গেছেন। দেশ ও জাতির কল্যাণে মাত্র ২৬ বছর বয়সের এ মানুষটির রেখে যাওয়া উজ্জল ভূমিকায় আমরা উজ্জীবিত।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।