ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশের প্রশংসা ব্রাসেলস সেমিনারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
বাংলাদেশের প্রশংসা ব্রাসেলস সেমিনারে ব্রাসেলস সেমিনারে বেলজিয়াম আওয়ামী লীগের নেতারা ও আগত অতিথিরা

ঢাকা: জঙ্গি, সন্ত্রাসবাদ ও সহিংসতা মোকাবেলায় বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির প্রশংসা করেছেন পর্তুগালের সাবেক এমপি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের ডিরেক্টর পাওলো কাছাকা।

শুধু তাই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠীর কর্মতৎপরতা শক্ত হাতে দমন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসাও করেন তিনি।

মঙ্গলবার (২১ মার্চ) জঙ্গি, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির সাফল্য বিশ্বে ছড়িয়ে দিতে বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে ব্রাসেলস প্রেসক্লাবে অনুষ্ঠিত ব্রাসেলস অ্যান্ড ঢাকা সলিডারিটি ফর পিস নামক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বেলজিয়ামে ও বাংলাদেশে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সেমিনারের শুরু হয়। বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের উপস্থাপনায় সেমিনার সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল হক।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন-  ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের সহকারী প্রোগ্রামার নূরা বাবা লোবা, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, প্রচার সম্পাদক খোকন শরীফ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মোরশেদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন তপন, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগ নেতা রিজভি আলম।

সেমিনাবে বক্তারা- বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গৃহিত নানা পদক্ষেপ তুলে ধরে সরকারের প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনকে সাধুবাদ জানান। সেমিনারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা করেন বক্তারা।

সেমিনারের আগে বেলজিয়ামে হামলার এক বছর পূর্তিতে দেশটির মালভিক স্টেশনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা। সেমিনারে এ সময় বাংলাদেশে ও বেলজিয়ামে সন্ত্রাসী হামলার বিভিন্ন চিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।