দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর রোববার (২৫ জুন) এখানে আনন্দ আয়োজনে মেতে ওঠেন বাংলাদেশিসহ মুসলিমরা।
এবারের ঈদ উৎসবে অন্যান্য বারের চেয়ে আনন্দের মাত্রা একটু বেশিই দেখা যায়।
এ উৎসবে বাংলাদেশি ও জাপানি মুসলিমদের পাশাপাশি বিভিন্ন দেশের মুসলিমরাও নামাজের পর নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলা ভাষাভাষীরা টোকিওর পাশে সাইতামা সিটির গামোতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের ব্যানারে আয়োজনে ছিল বাংলাদেশ থেকে আগত কবি, সুরকার শিল্পী রিয়াদ হায়দারের একক সঙ্গীত সন্ধ্যা ও উৎসব।
পরে রিয়াদ হায়দার কয়েকটি যৌথ গানেও অতিথিদের মাতিয়ে তোলেন। দিশারী শিল্পী গোষ্ঠী ও জাপানের ক্ষুদে সাইতা সাকুরার শিল্পীরাও আয়োজনে সংগীত পরিবেশন করেন।
ময়িনুর রহমান ও সাংবাদিক আতিকুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায়ী এটিএম মিছবাহুল কবির।
স্বজনদের ছেড়ে প্রবাসযাপন সবার জন্যই বঞ্চনার। এরমধ্যে ঈদ উৎসবের মতো পুনর্মিলনের উপলক্ষেও স্বজনদের পাশে থাকতে না পারাটা প্রবাসীদের সেই দুঃখকে আরও বাড়িয়ে দেয়।
এজন্য প্রবাসে ঈদের আনন্দ খুঁজতে অনেকে বেরিয়ে পড়েন প্রবাসী কোনো আত্মীয়, বন্ধু ও পরিচিত মুখদের সঙ্গে সাক্ষাৎ করতে। চেষ্টা করেন তাদের সঙ্গে মিলে দেশের আবহে ঈদ উদযাপনের।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এইচএ/