শনিবার (১৯ আগস্ট) রাজধানী দোহার নাজমা এলাকার একটি হোটেলে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুর নবীর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা বোরহান উদ্দীন শরিফ।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আলম, সহ-সভাপতি আনোয়ার ইসলাম শাহ্, লিয়াকত আলী খান, মীর মোশারফ হোসেন, নুরুল আবছার বাবুল, জাহাঙ্গীর আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল, কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ-সভাপতি শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব বোরহান শরিফ, সহ-সভাপতি মোজাম্মেল হক, তরিত কান্তি সেনসহ পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং কাতার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে অপ্রাসঙ্গিক বক্তব্য রাখার অভিযোগ তুলে এর প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতেরও দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এইচএ/