ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

কবরস্থানে উপচেপড়া ভিড়, স্বজনদের কান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
কবরস্থানে উপচেপড়া ভিড়, স্বজনদের কান্না

নারায়ণগঞ্জ: মাহে রমজানের প্রথম জুমার নামাজের পর বিভিন্ন কবরস্থানগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল দেখা গেছে। প্রিয়জন, স্বজন ও প্রয়াতদের কবর জিয়ারতে এসেছেন তারা।

শুক্রবার (২৪ মার্চ) নামাজের পর শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান, পাইকপাড়া কবরস্থানসহ বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা যায়।

এছাড়া রমজানের প্রথম দিন হওয়ায় সকাল থেকেই কবরস্থানগুলোতে মানুষ আসতে শুরু করে। অনেকে আসরের পরও এসেছেন। কবর জিয়ারতের সময় মানুষ তাদের পরিবারের প্রয়াতদের জন্য বিশেষ দোয়া ও জান্নাত লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ সময় অনেককে কান্না করতেও দেখা গেছে।

কবর জিয়ারতে আসা জামতলা এলাকার ঠিকাদার মেহেদী হাসান নয়ন জানান, আমি দাদির কবর জিয়ারত করতে এসেছি। শুক্রবার হলেই আমি আসি। এছাড়া অন্যান্য ধর্মীয় বিশেষ দিনেও এখানে আসি। আসলে এটাই মানুষের প্রকৃত ঠিকানা। একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে।

তিনি বলেন, দাদিকে ছাড়া আজ কয়েক বছর ধরে রমজান পালন করছি। তাই রমজানে দাদির জন্য দোয়া করতে এখানে আসি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।