ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

তুরস্কে পবিত্র কাবা ঘরের চাবির প্রদর্শনী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
তুরস্কে পবিত্র কাবা ঘরের চাবির প্রদর্শনী

তুরস্কের ‘বালিক আসির’ প্রদেশের আরদাক শহরের একটি হোটেলের যাদুঘরে পবিত্র কাবা শরিফের পুরাতন চাবি সহকারে বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক শিল্প-সামগ্রীর প্রদর্শনী করা হয়েছে। এই প্রদশর্নীকে ঘিরে তুরস্কের ওই অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেয়া হয় এবং মানুষ এ প্রদর্শনীকে ব্যাপকভাবে স্বাগতও জানায়।



হোটেলের পরিচালক ‘হাসান উদুনচী’ এ প্রসঙ্গে বলেন, পবিত্র রমজান মাসের আগমনের ফলে এই যাদুঘর পরিদর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় বৃদ্ধি পেয়েছে। আমার খুশি ঐতিহাসিক এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে।

প্রদশর্নীতে ঠাঁই পাওয়া পবিত্র কাবা ঘরের চাবিটি ৮ শতাব্দীর সময়কার। কাবা শরিফের চাবিটির ওজন ৫০০ গ্রাম এবং এর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার।

প্রদর্শনীতে পবিত্র কাবা ঘরের পুরাতন চাবি ছাড়াও ফ্রান্সের আলোচিত শাসক ‘নেপোলিয়ন বোনাপার্ট’র শিশুদের ফটোগ্রাফের একটি অ্যালবাম এবং মহিষের শিং দিয়ে নির্মিত তলোয়ার প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘন্টা, জুন ১৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।