ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

রোজা হাশরের দিন সুপারিশ করবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ৭, ২০১৬
রোজা হাশরের দিন সুপারিশ করবে

মহান প্রতিপালক আল্লাহতায়ালা পবিত্র রমজান মাসের মহত্ব ও গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেন, ‘রমজান মাস- যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা আদ্যোপান্ত হেদায়েত এবং সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত; যা সঠিক পথ দেখায় এবং সত্য-মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। ’ -সূরা বাকারা: ১৮৫

হজরত রাসূলে কারিম (সা.) রমজান মাস আসার দুইমাস আগে অর্থাৎ রজব মাস থেকেই রমজান মাস পাওয়ার জন্য দোয়া আরম্ভ করতেন এবং প্রস্তুতি শুরু করে দিতেন।

রমজান মাস ঘনিয়ে আসলে সাহাবাদের সুসংবাদ দিতেন, ‘রমজানের প্রথম রাতে দুষ্ট শয়তানকে শৃংখাবদ্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। কল্যাণের প্রতি আহবান করা হয় এবং অকল্যাণকে বিতাড়িত করা হয়। রমজানের প্রতি রাতেই অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ’ -সুনানে তিরমিজি, হাদিস: ৬৮২

অন্য আরেক হাদিসে বর্ণিত হয়েছে, ‘তোমাদের কাছে রমজানের বরকতময় মাস উপস্থিত হয়েছে। আল্লাহতায়ালা তোমাদের জন্য পূর্ণ মাস রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে আল্লাহ এমন একটি রাত দান করেছেন, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ হতে বঞ্চিত হলো- সে বঞ্চিত। এ মাসের প্রত্যেক নফল ইবাদতে অন্য মাসের ফরজের সমপর্যায়ের সাওয়াব, আর প্রত্যেক ফরজ ইবাদতে অন্য মাসের সত্তর গুণ সাওয়াব। এটি ধৈর্যের মাস, আর ধৈর্যের ফল হলো জান্নাত। এ মাস পরষ্পর সম্পীতির মাস। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। রোজাদার ব্যক্তিকে একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে হলেও ইফতার করালে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। -শোয়াবুল ঈমান, হাদিস: ৩৩৩৬

রোজা জান্নাত লাভের পথ
হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, ‘জান্নাতের একটি দরজা রয়েছে, যার নাম ‘রাইয়ান’। কেয়ামতের দিন রোজাদাররাই শুধু ওই দরজা দিয়ে প্রবেশ করবে। অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোযাদাররা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং ওই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তাদের প্রবেশ শেষ হবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ’ –সহিহ বোখারি, হাদিস: ১৭৯৭
 
হজরত আবু হুরায়রা (রা.) আরজ করলেন- ‘হে আল্লাহর রাসূল! আমাকে অতি উত্তম কোনো নেক আমলের নির্দেশ দিন। হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নেই। ’ -সুনানে নাসাঈ, হাদিস: ২৫৩৪

রোজা জাহান্নাম থেকে মুক্তি দেয়
হাদিস শরিফে এসেছে, রোজা হলো ঢাল ও জাহান্নামের আগুন থেকে বাঁচার মজবুত দুর্গ। -মুসনাদে আহমাদ, হাদিস: ৯২১৪
 
অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তার থেকে জাহান্নামকে এক খরিফ (সত্তর বছরের) দূরত্বে সরিয়ে দেবেন। -সহিহ মুসলিম, হাদিস: ২৭৬৯

আল্লাহর ভালোবাসা লাভের উপায় রোজা
হজরত নবী করিম (সা.) বলেন, ‘ওই সত্তার শপথ, যার হাতে মুহাম্মদ (সা.)-এর জীবন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহতায়ালার কাছে মেশকের ঘ্রাণ হতেও প্রিয়। ’ –সহিহ বোখারি, হাদিস: ১৭৯০

হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, আল্লাহতায়ালা বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দেব। ’ -সহিহ মুসলিম, হাদিস: ২৭৬০
 
অন্য হাদিসে এসেছে, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি হলো, ইফতারের সময়। অন্যটি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময়। ’ -সহিহ মুসলিম. হাদিস: ১১৫১

হাশরের দিন সুপারিশ করবে রোজা
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেছেন, রোজা ও কোরআন কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। রোজা বলবে হে প্রতিপালক! আমি দিনের বেলা তাকে পানাহার ও সহবাস থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল কর। কোরআন বলবে হে প্রতিপালক! আমি তাকে রাতে বিনিদ্র রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল কর। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। ’ -মুসনাদে আহমদ, হাদিস: ৬৬২৬

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, জুন ০৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।