ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

বাংলাদেশের হাফেজ তারাবি পড়াচ্ছেন জাপানে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
বাংলাদেশের হাফেজ তারাবি পড়াচ্ছেন জাপানে হাফেজ মাওলানা তাসনীম হাসান আমানী ও হাফেজ রাজিব হুসাইন আকন সোলাইমান

বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজের জন্য গমন করেন। এ রেওয়াজ বেশ পুরনো। তবে জাপানে হাফেজে কোরআনদের অাসা-যাওয়ার ইতিহাস বেশিদিনের নয়।

এবার বাংলাদেশ থেকে বেশ কয়েকজন হাফেজ তারাবির জন্য জাপান গিয়েছেন। তাদের অন্যতম হলেন- হাফেজ রাজিব হুসাইন আকন (সোলাইমান) ও হাফেজ মাওলানা তাসনীম হাসান আমানী।

 

হাফেজ রাজিব হুসাইন আকনের বাড়ি শরিয়তপুর। তিনি জাপানের রাজধানী টোকিওর একটি মসজিদে তারাবি পড়াচ্ছেন। হাফেজ সোলাইমান ডেমরার নরাইবাগ ইসলামিয়া মাদারাসার স্নাতক প্রথমবর্ষের ছাত্র।  

হাফেজ মাওলানা তাসনীম হাসান আমানী বরিশালের সন্তান। তিনি জাপানের মধ্যাঞ্চল গুনমার এক মসজিদে ইমামতি করছেন।  

জাপানের প্রচণ্ড ঠাণ্ডা অাবহওয়া।  

জাপানে সেহেরির (স্থানীয়) রাত ২টা ৩৮ মিনিট। আর ইফতার করতে হয় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে।  

দু’জনেই মিষ্টি কণ্ঠের অধিকারী। তাদের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ মুসল্লিরা।  

সুদূর জাপানে তারাবি পড়ানোর সুযোগ পেয়ে তারা উভয়েই আপ্লুত।

বিভিন্ন মুসলিম দেশের শিক্ষার্থীরা তাদের মুসল্লি। সেখানে বাংলাদেশি নেই বললেই চলে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।