ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

আইসল্যান্ডের মুসলমানদের ২১ ঘণ্টা রো‍জা রাখতে হয়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ৩১, ২০১৭
আইসল্যান্ডের মুসলমানদের ২১ ঘণ্টা রো‍জা রাখতে হয় আইসল্যান্ডের মুসলমানরা নামাজ আদায় করছেন

পবিত্র রমজান মাসে রোজা রাখার সময়সূচীর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, আইসল্যান্ডের মুসলমানদের রোজা রাখার সময় সবচেয়ে বেশি।

চলতি বছর রমজান মাসে আইসল্যান্ডের মুসলমানদের ২১ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

এর বিপরীতে সর্বনিম্ন সময় রোজা পালন করছেন আর্জেন্টিনার মুসলমানরা।

তারা মাত্র সাড়ে ৯ ঘণ্টা রোজা রাখছেন।  

এ ছাড়া মিসরের মুসলমানদের ১৬ ঘণ্টা ১৫ মিনিট ও ইয়েমেনের মুসলমানদের ১৪ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।  

ইউরোপের উত্তরাঞ্চলীয় দেশসমূহ যেমন- সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক মুসলমানদের সাড়ে ২০ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

এদিকে ল্যাটিন আমেরিকার মুসলমানদের ১০ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।  

আর ইরাক, ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং সিরিয়ার মুসলমানদের ১৬ ঘণ্টা এবং আফ্রিকার দেশসমূহের মুসলমানদের ১৩ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

সময়সূচীতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মুসলমানদের ১২ ঘণ্টা, মালয়েশিয়ার মুসলমানদের প্রায় ১৪ ঘণ্টা, ভারতের মুসলমানদের প্রায় ১৬ ঘণ্টা এবং পাকিস্তান, আফগানিস্তান ও চীনের মুসলমানদের প্রায় ১৭ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

বাংলাদেশের মুসলমানদের রোজা পালন করতে হচ্ছে ১৫ ঘণ্টা।  

মেক্সিকোর মুসলমানদের ১৩ ঘণ্টা ২০ মিনিট, ফ্রান্সের মুসলমানদের ১৬ ঘণ্টা, জার্মানের মুসলমানদের ১৬ ঘণ্টা এবং কানাডার মুসলমানদের ১৮ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।