ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

নিরাপত্তার কারণে মরক্কোতে ইতিকাফে নিষেধাজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭
নিরাপত্তার কারণে মরক্কোতে ইতিকাফে নিষেধাজ্ঞা নিরাপত্তার কারণে মরক্কোতে ইতিকাফে নিষেধাজ্ঞা

পবিত্র রমজানের শেষ দশকে কিছু কিছু মসজিদে ইতিকাফ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

সোমবার (১৯ জুন) দেশটির গণমাধ্যমে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু মসজিদে ইতিকাফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর দ্বারা অন্যকোনো উদ্দেশ্য নেই।

বিশেষ করে যেসব মসজিদে ‘জামাআতুল আদল ওয়াল ইহসান’-এর কর্মী-সমর্থকদের আনাগোনা রয়েছে, সেসব মসজিদে ইতিকাফের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা কর্মীরা ইতিকাফ করতে আসা মুসল্লিদেরকে বের করে দিচ্ছেন।

‘জামাআতুল আদল ওয়াল ইহসান’-এর মুখপাত্র ফাতহুল্লাহ আরসালান এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিবৃতিতে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ জোর করে মুসল্লিদের অধিকার লংঘন করে মসজিদ থেকে ইতিকাফকারীদের বের করে দিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। ’

জামাআতুল আদল ওয়াল ইহসান- মরক্কোর একটি নিষিদ্ধ দল। দেশটির সরকার এই দলে কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। যদিও মরক্কোর সবচেয়ে বড় ইসলামি দল এটি। দলটি সরকারের বিভিন্ন কাজের সমালোচক।

আরসালান বলেন, দলের নেতৃবৃন্দ আওকাফ মন্ত্রণালয়ের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আবেদন করেছেন। কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

দলটি সরকারের এমন বিতর্কিত কার্যক্রমের নিন্দা জানিয়ে বলেন, সরকারের উচিত মানুষের ইবাদত-বন্দেগিতে হস্তক্ষেপ না করে বেকার সমস্যা ও অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করা।

উল্লেখ্য, আরব বসন্তের জেরে সৃষ্ট সরকার বিরোধী বিক্ষোভ পরবর্তী সময়ে মরক্কোর সরকার দলটিকে নিষিদ্ধ করে।  

-আস সাবাহ নিউজ অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: bn24.islam@gmail.com

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।