ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মানিকছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, এপ্রিল ২০, ২০২৫
মানিকছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন—আব্রে মারমা (২৪) ও মো. ইসমাইল হোসেন (৩৫)।

অপহৃতরা একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিতে টেকনিশিয়ানের কাজ করেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় মোবাইল টাওয়ার মেরামত করতে গেলে অস্ত্রের মুখে মোটরসাইকেলে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেননি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কয়েক দফায় খাগড়াছড়ি, দীঘিনালাসহ কয়েকটি উপজেলায় অন্তত ৮টি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার ভাঙচুর ও আগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মূলত আঞ্চলিক একটি দল চাঁদার জন্য এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।