ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

স্বাধীনতা সংগ্রামে শহীদ যশোরের পাঁচ সূর্যসন্তানকে শ্রদ্ধায় স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, অক্টোবর ২৩, ২০২৫
স্বাধীনতা সংগ্রামে শহীদ যশোরের পাঁচ সূর্যসন্তানকে শ্রদ্ধায় স্মরণ স্বাধীনতা সংগ্রামে যশোরে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ পাঁচ সূর্যসন্তানতে শ্রদ্ধায় স্মরণ করেছে বিভিন্ন সংগঠন

যশোর: স্বাধীনতা সংগ্রামে যশোরে পাকহানাদার বাহিনীর হাতে শহীদ পাঁচ সূর্যসন্তানতে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মণিরামপুর উপজেলার চিনাটোলার হরিহর নদের তীরে বধ্যভূমিতে ‘শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।

একই কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনে মণিরামপুর উপজেলা আহ্বায়ক গাজী আব্দুল হামিদ। সঞ্চালনা করেন শেখর বিশ্বাস।  

আলোচনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, নাজিমুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ওহেদূর রহমান ডেলটা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক সমন্বয়ক রাশেদ খান, জাহানারা মুক্ত, আহাদ আলী মুন্না, লাবু জোয়ারদার, পরিবেশ আন্দোলনের নেতা অনিল বিশ্বাস এবং রাজু আহমেদ।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতারা সকালে চিনাটোলায় ফুলেল শ্রদ্ধা এবং শপথ গ্রহণ করেন। বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে আলোচনা সভার আয়োজন করে। জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দিলিপ বিশ^াস, অ্যাডভোকেট আহাদ আলী লস্কর এবং তৌহিদুর রহমান বাদল।  

১৯৭১ সালের ২৩ অক্টোবর পাকহানাদার বাহিনীর হাতে শহীদ যশোরের স্বাধীনতাকামী পাঁচ সূর্যসন্তান হলেন এমএম কলেজের সাবেক ভিপি ও জিএস আসাদউজ্জামান আসাদ, ছাত্রত্ব ছেড়ে কৃষক আন্দোলনে যুক্ত সিরাজুল ইসলাম শান্তি, ৬৯’র গণঅভ্যুত্থানের সময় যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আহসান উদ্দিন মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাশুকুর রহমান তোজো এবং সাবেক সেনাসদস্য ফজলু দফাদার।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ