ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন স্বাস্থ্য কার্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন স্বাস্থ্য কার্ড 

গাইবান্ধা: গাইবান্ধায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত প্রায় দুইশ যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত আঞ্জেলাসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া গণঅভ্যুত্থানে গাইবান্ধার শহীদ ছয়জনের স্বজনরা এবং অভ্যুত্থানে আহত দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জুলাই যোদ্ধা ২০২৪ এর গাইবান্ধা জেলা কার্যালয় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে গাইবান্ধাসহ সারা দেশে সংঘটিত হয় একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এতে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এ আন্দোলনে অংশ নিয়ে বহু সাহসী ছাত্র-জনতা শহীদ ও আহত হন।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।