নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় ডা. রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর ৪টার দিকে সাত/আটজনের ডাকাতদল বাসার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর ডাকাতদল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার (রফিকুল), তার স্ত্রী, ছেলে ও শাশুড়ির হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ১০ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতদের মুখ ঢাকা ছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এসআই