নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বন্দরের নবীগঞ্জের কদমরসূল দরগাহের সামনে থেকে প্রচারণা শুরু হয়।
এ সময় মিছিলে নেতৃত্ব দেন আবু জাফর আহমেদ বাবুল। এ সময় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাবুল।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান বাবুল। এছাড়াও আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে সবার কাছে ধানের শীষে ভোট চান তিনি।
এমআরপি/জেএইচ