খুলনা: খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্রে করে পৃথক তিন থানায় মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় সাতজন, হরিণটানা থানায় ২২ জন এবং আড়ংঘাটা থানায় ১০ জন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরের বিষয়টি নিশ্চিত করে কেএমপির এডিসি মোহাম্মদ আহসান হাবিব (মিডিয়া) বলেন, রোববার খুলনায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্রে করে খালিশপুর, হরিণটানা ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, এসব মামলায় দুপুর ২টা পর্যন্ত মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। খুলনার ৪টি স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে পৃথক তিনটি মামলায় কত জনকে আসামি করা হয়েছে তা তিনি বলতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম, শিরোমনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড গাবতলা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগের সদস্য মো. রকিবুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআরএম/আরআইএস