ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কুয়েটসহ শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
কুয়েটসহ শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা কথা বলছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার

ফরিদপুর: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। একটা অস্থিরতার মধ্যে দিয়ে পুরো সমাজ চলছে।

তিনি বলেছেন, একটা অস্থিরতার মধ্যে দিয়ে পুরো সমাজ চলছে। কোনো ব্যক্তি নিয়ে কথা বলবো না, পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলছে। আশা করি— কয়েকদিনের মধ্যে সমাধান হবে।  

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে এসে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।  

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা ও দাবি দাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. সি আর আবরার বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোনো দাবি উপস্থাপন করতেন, তখনই রাষ্ট্র ঝাপিয়ে পড়ত তাদের ওপর। এখন যেহেতু আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে। যা যথেষ্ট উদ্বিগ্নের বিষয়।

তিনি বলেন, আমরা ছাত্রদের আশ্বস্ত করছি যে তাদের দাবিগুলো সংবেদনশীলতার সঙ্গে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করবে সরকার।

সাহিত্য পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ‘আগামীর শিক্ষাঃ প্রেক্ষিত বর্তমান’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।  

সভায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আর বক্তব্য দেন— পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল, সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, স্কুল শিক্ষক রেজাউল মৃধা, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু প্রমুখ।  

আরও পড়ুন..

** আলোচনায় বসার আহ্বান ছাত্রকল্যাণ পরিচালকের, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা
** ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা
** কুয়েট ঘিরে আবার দানা বাঁধছে শঙ্কা
** কুয়েটে আসছেন শিক্ষা উপদেষ্টা
** কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপ উপদেষ্টার, অনশন প্রত্যাহারের অনুরোধ
** টক অব দ্য কান্ট্রি কুয়েট, উত্তাল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান
** উপদেষ্টা আসার পরও সমাধান হয়নি, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা
** কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে আবাসিক হল


বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।