ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বিসিসি নির্বাচন: ফয়জুল করীমের মামলার আদেশ ৫ মে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:১৭ পিএম, এপ্রিল ২৪, ২০২৫
বিসিসি নির্বাচন: ফয়জুল করীমের মামলার আদেশ ৫ মে ফজলুল হক এভিনিউ এলাকায় চরমোনাই পীরের অনুসারী ও ইসলামী আন্দোলনের শত শত কর্মী-সমর্থকরা।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল চেয়ে নিজেকে বিজয়ী ঘোষণা চেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের দায়ের করা মামলার আদেশের দিন পরিবর্তন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মামলার অধিকতর শুনানি শেষে আদেশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

এদিকে এ উপলক্ষে সকাল থেকেই নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় চরমোনাই পীরের অনুসারী ও ইসলামী আন্দোলনের শত শত কর্মী-সমর্থকরা অবস্থান নেয় এবং মিছিলসহ দাবি আদায়ে স্লোগান দিতে থাকে।

মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, বৃহস্পতিবার আদেশ না দিয়ে আগামী ৫ মে নতুন দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করি, আদালত সত্যের পক্ষে রায় দেবেন।  

১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মামলায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।  

অপরদিকে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নির্বাচন বাতিল চেয়ে বুধবার (২৩ এপ্রিল) একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএস/এএটি

বাংলাদেশ সময়: ৪:১৭ পিএম, এপ্রিল ২৪, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।