ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, এপ্রিল ২৪, ২০২৫
খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

খুলনা: খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের জাতিসংঘ পার্ক সংলগ্ন খান জাহান আলী রোডে হাসপাতালটির নয় তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হাসপাতালের সহকারী ক্যাশ অফিসার নেয়ামুল বারী হুজাইফা ও ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।