ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. ইউছুফ (৭০) ও হারুনুর রশিদ (৫৫) নামে দুইজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 

লক্ষ্মীপুর-রামগতি সড়কের পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জোনাকি পরিবহনের একটি বাসের চাপায় ইউছুফ ও রায়পুর পৌরসভা কার্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় হারুনুর রশিদ মারা যান।  

নিহত ইউছুফ সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

অপর নিহত হারুন রায়পুর পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকার বাসিন্দা, তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-রামগতি সড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী জোনাকি পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ইউছুফ ঘটনাস্থলেই মারা যান।   

এদিকে রায়পুর পৌরসভার সামনে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে মোটরসাইকেল চাপায় হারুনুর রশিদ আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানাননি। খোঁজ-খবর নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।