ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার নিরীহ ছাত্র শিক্ষকদের ওপর হামলায় শিক্ষক ও ছাত্রসহ ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ ঘটনায় ১টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে মাদরাসা কমিটির লোকজনের সঙ্গে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী চাঁন মিয়ার নেতৃত্বে হামলা হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি ওযিরুল ইসলাম মাসুদ, মাওলানা গিলমান আহমদ, ছাত্র শিপন আহমদ ও অফিস সহকারী রাহেল আহমেদ। তাদেরকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।

জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে মো. চাঁন মিয়া ও তার সহযোগীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তার সংঘবদ্ধ হয়ে তারা মাদরাসায় হামলা চালায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো. চাঁন মিয়া, আব্দুল হামিদ ও খালেদ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর চাঁন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পাইপগান, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় আস্ত্র উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়:০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
বিবিবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।