ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বেনাপোলে ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, এপ্রিল ২৬, ২০২৫
বেনাপোলে ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার(৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন(২৪) ও তার ১০ মাসের ছেলে রয়াহান, জুয়েলের স্ত্রী নারগিস (২২),হোসেন আলির মেয়ে মোরসেদা খাতুন(২০),বাবুলের মেয়ে রাবেয়া (২০), ও শিপনের স্ত্রী শাহানা আক্তার(২৩)।

ভুক্তভোগী নারী তানিয়া জানান, তিনি দুপুরে বাজার থেকে বাড়িতে আসার জন্য ইজিবাইকে উঠেন। এ সময় তার সঙ্গে আরো ছয় নারী একই ইজিবাইকে উঠেন। এর কিছু সময় পরে ছয় নারী তাদের নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে তার গলা থেকে চেন টান দিয়ে ছিড়ে নেয়। এ সময় তিনি চিৎকার করলে ইজিবাইক চালক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা এসে এ ছয় নারীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের চেন ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক হয় ছয় নারী ছিনতাইকারী। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  ছিনতাইকারী চক্রের ছয় নারীকে আটক করা হয়। এর মধ্যে সুলতানা খাতুনের একটি ১০ মাসের শিশু সন্তান রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।