ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

রাঙামাটির সড়কে ঝরলো ৬ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
রাঙামাটির সড়কে ঝরলো ৬ প্রাণ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার পুরুষ ও দুজন নারী রয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতরা হলেন— চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার আবু তোবাব (৫০), তালুকদার পাড়ার নুর নাহার (৪০), সুলতানপুরের মো. জয়নাল আবেদীন (৬০), হাটহাজারীর মিরহাটের মাহাবুবুর রহমান বাচ্ছু (৫৫), সীতাকুণ্ডের হাসনাবাদ এলাকার ইজাদুল ইসলাম (২৫)। বাকি এক নারীর পরিচয় মিলেনি।

স্থানীয়রা জানান, অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে বেতবুনিয়া মনারটেক এলাকায় একটি মিনি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনকে চট্টগ্রামের গহিরা জে কে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে ও বাকি তিনজনের মরদেহ চট্টগ্রামের গহিরা জে কে হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো তাদের স্ব স্ব স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও অটোরিকশাটি বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে জব্দ অবস্থায় পুলিশ হেফাজতে আছে। তবে পিকআপভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ছয়জন নিহত হওয়ার ঘটনায় কাউখালী থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, এ ধরনের দুর্ঘটনা কাম্য নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দোষী চালককে আটক করার চেষ্টা  চলছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫/আপডেট: ১৮৩০
আরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।