ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, অক্টোবর ১২, ২০২৫
দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু প্রতীকী ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির বাসায় ভাড়ায় বসবাস করতেন।

প্রতক্ষ্যদর্শীদের বরাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, নিহত বিকাশ একই বাড়িতে ভাড়ায় বসবাস করা তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালা সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মামাতো বোন শিল্পিকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতালে রয়েছে।

এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।