ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

২২ বছর পর অনুশোচনা, ফেরত দিলেন চুরির টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, এপ্রিল ২৬, ২০২৫
২২ বছর পর অনুশোচনা, ফেরত দিলেন চুরির টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিঅ্যান্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে পানি তোলার একটি মোটর চুরি হয়।

২২ বছর পর সেই চোরের অনুশোচনা হওয়ায় মোটর বিক্রির দুই হাজার টাকা ফেরত দিয়েছেন।

ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, ২০০৩ সালে আমাদের টিঅ্যান্ডটি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মোটর চুরি হয়। চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেন।

তিনি আরও বলেন, শুক্রবার বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে তিনি এসব ঘটনা খুলে বলেন। নিজের অনুশোচনার কথা জানান। হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চান।

হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলেন। ভাই টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়। চোর বাড়ির আশপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, 'তিনি এখন এ পথে নেই'।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।