ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সীমান্তে আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণের দাবি, বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, এপ্রিল ২৬, ২০২৫
সীমান্তে আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণের দাবি, বাংলাদেশি যুবক আহত

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায়  মো. জুবাইর নামে এক বাংলাদেশি যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্যরেখার কাছে, মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত জুবাইর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার লাম্বামাঠ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হক শানের ছেলে।

স্থানীয়রা জানান, বাংলাদেশি পণ্য পাচারের উদ্দেশ্যে জুবাইর মিয়ানমার সীমান্তের ওপারে যান। ফেরার পথে চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্যরেখার মিয়ানমারের ভেতরে পুঁতে রাখা আরাকান আর্মির স্থলমাইনে বিস্ফোরণ ঘটে। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বাংলানিউজকে জানান, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।