ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের প্রতীকী ছবি

নোয়াখালীরে বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুল আমিন কালা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদ ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যেই জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন নুরুল আমিনসহ চারজন দিনমজুর। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অক্ষত আছেন।

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রহমান মনজুর জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, জেলা শহর মাইজদীতে রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।