ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৩৮ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন  দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম

চুয়াডাঙ্গার জীবননগরে ছাত্রকে (৯) ধর্ষণের দায়ে নাজমুল ইসলাম (২৭) নামে এক মোয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিতি ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল জীবননগর উপজেলার হাসাদাহ ঘুষিপাড়া গ্রামের সেলিম উদ্দীনের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ মে মসজিদের ভেতরে শিশু ছাত্রকে বলাৎকার করেন মোয়াজ্জিন নাজমুল ইসলাম। ওই বছরের ৩০ জুন নাজমুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। নাজমুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রোববার আদালত ওই রায় দেন। জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী শিশুর কল্যাণার্থে ব্যবহার করা হবে।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত নাজমুল এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষা কার্যক্রমের শিক্ষক ছিলেন। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি মসজিদটিতে আরবি শিক্ষার ছাত্র ছিল। রোববার এ রায়ে খুশি রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৪:৩৮ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।