ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:০৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে বাদীসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এরা হলেন-মামলার বাদী ও নিহত আছিয়ার মা আয়েশা আকতার, প্রতিবেশী জলি খাতুন এবং অসুস্থ আছিয়াকে বহনকারী ভ্যানচালক রুবেল।

রোববার (২৭ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আনা হয়। আগামীকাল (সোমবার) মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।  

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ বাদীপক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড আসামির পক্ষে অ্যাডভোকেট সোহেল আহম্মেদকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দিয়েছেন। তিনি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে তার শ্বশুর হিটু শেখ আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আছিয়া। এ ঘটনায় আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত তিন সাক্ষীকে তলব করেছিলেন। বাদীসহ তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। ইতোমধ্যে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদের জেরা করেছেন। আদালত আগামীকাল আবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। মামলার আরও তিনজন সাক্ষী আগামীকাল সাক্ষ্য দেবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরএ

বাংলাদেশ সময়: ৬:০৫ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।