যশোর: অপহরণের এক মাস চারদিন পর সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে যশোরের ব্যবসায়ী রেজাউল ইসলামের মরদেহ।
রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামে খুনি সবুজের শ্বশুরবাড়ির এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ এ ঘটনায় সবুজের শ্বশুর খোকন মোল্যাকে আটক করেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এবং ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, আসামি সবুজ ও রিপন যশোর শহরেই রেজাউলকে হত্যা করে। পরে মরদেহ বস্তাবন্দি করে ইজিবাইকে কিছুদূর নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে ও পরে বাসে করে সাতক্ষীরায় পাঠায়। সবুজ মরদেহটি তার শ্বশুরবাড়ির পাশের একটি বাগানে পুঁতে রাখে।
কয়েকদিন পর বিষয়টি জানতে পেরে সবুজের শ্বশুর খোকন মোল্যা মরদেহ উত্তোলন করে পাশের আর একটি বাগানে পুঁতে রাখেন। পুলিশের অভিযানে রোববার ওই বাগান থেকেই রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী রেজাউল ইসলামের বাড়ি যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইসহক সড়কে। তিনি ওই এলাকার তেমাথায় (দুলালের মোড়) কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। একই বাড়ির অপর ফ্ল্যাটে থাকতেন সবুজ ওরফে রবিউল। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালতলা এলাকার হবি গাজীর ছেলে।
রেজাউল ও সবুজ বাড়ির মালিকের পাশাপাশি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে পৃথক ব্যবসা পরিচালনা করতেন। তাদের মধ্যে রেজাউল টেইলার্সের সঙ্গে ছিটকাপড় এবং সবুজ ফাস্ট ফুডের ব্যবসা করতেন। পাশাপাশি থাকার সুবাদে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। অন্যদিকে সবুজের সঙ্গে চোরাচালানের সূত্রে ভালো সম্পর্ক ছিল বেনাপোলের মৃত বাদশা মিয়ার ছেলে রিপন হাওলাদারের।
পরিবারের কাছ থেকে জানা গেছে, রেজাউল পৈত্রিক সূত্রে দুই শতক জমি পেয়েছিলেন। সেখানে একটি বাড়িও ছিল। সবুজ ও রিপন ব্যবসার মাধ্যমে বেশি রোজগারের লোভ দেখিয়ে রেজাউলকে ওই জমি বিক্রি করতে বলেন। মধ্যস্থতাকারী হিসেবে তারা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে রেজাউলকে দিয়ে জমি রেজিস্ট্রি করিয়ে দেন।
সেই টাকা দেওয়ার কথা বলে রেজাউলকে ২২ মার্চ রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যান সবুজ। এরপর থেকে রেজাউলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’একদিন পর থেকে সবুজও নিজের স্ত্রী-সন্তানদের নিয়ে উধাও হয়ে যান
পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সবুজ ও রিপনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা রেজাউলকে অপহরণ ও হত্যার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন। তবে তিনি নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে।
** ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে মরদেহ সাতক্ষীরায় গুম
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরএ
বাংলাদেশ সময়: ৬:২৭ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /