ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সিলেট বোর্ডে শতভাগ ফেল চার কলেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, অক্টোবর ১৬, ২০২৫
সিলেট বোর্ডে শতভাগ ফেল চার কলেজ ফাইল ফটো

সিলেট: এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) সিলেট বোর্ডে চারটি কলেজে কেউ পাস করতে পারেনি। আর শতভাগ পাস করতে পারেনি ৩টি কলেজে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করলেও শতভাগ ফেল করা চার কলেজ ও শতভাগ পাস ৩টি কলেজের নাম দিতে পারেননি।

এবার সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত বছর থেকে এবার পাসের হার কমেছে ৩৩ দশমিক ৫৩ শতাংশ।

সিলেট বোর্ডে এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৯৬টি। গত বছর জিপিএ-৫ ছিল ৬ হাজার ৬৯৮টি। এবার কমে দাড়িয়েছে ১ হাজার ৬০২টিতে।

এবার মেয়েরা ২২ হাজার ১ জন এবং ১৩ হাজার ৮৭০ পাস করেছে। ছেলেদের তুলনায় মেয়েরা ৮ হাজার ১৩১ জন পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েরা ৯২১ জন এবং ছেলেরা ৬৮১ জন জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে মেয়েরা ২৪০টি জিপিএ-৫ বেশি অর্জন করেছে।

এবার বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৮৯৩ জন পরিক্ষা দিয়ে পাস করে ৯ হাজার ৭৯২ করে। আর ফেল করেছে ৩ হাজার ১০১ জন। মানবিকে ৪৭ হাজার ১৪৮ জন পরিক্ষা দিয়ে পাস করে ২১ হাজার ৪৯৭ জন। মানবিকে সর্বাধিক ফেল করেন ২৫ হাজার ৬৫১ জন।

ব্যবসা শিক্ষায় ৯ হাজার ১৩১ জন পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ৪ হাজার ৫৮২ জন। আর প্রায় অর্ধেক সংখ্যক ৪ হাজার ৫৪৯ জন ফেল করে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।