জবি: শিক্ষার্থীদের ওপর হামলা ও অত্যাচারের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের আটক করেছেন।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টার দিকে তাদের আটক করেন জবির সাধারণ শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আটকরা হলেন— জবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল গণি টুটুল ও পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেন। টুটুল জবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আটকের পর আতাউল গণি টুটুল বলেন, ‘আমি ছাত্রলীগের কমিটিতে ছিলাম। ছাত্রলীগের রাজনীতি করেছি। তবে আমি পদত্যাগ করেছি। বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরে স্টোরকিপারে চাকরি করি। ’
আটক ছাত্রলীগ কর্মী আকরাম হোসেন বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আসি। তখন আমাকে ধরে নিয়ে আসা হয়। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা সবাইকে নিয়ে গেলে আমিও গেয়েছিলাম। এরপর আর কিছু করিনি। আমার কোনো পদ-পদবি ছিল না। ’
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ওই দুজনকে আটক করে আমাদের কাছে নিয়ে এলে আমরা তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি। তারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কিনা এটা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেবেন। ’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহাদি হাসান জুয়েল বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা বসে দ্রুত একটা সিদ্ধান্ত নেব।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআরএস
বাংলাদেশ সময়: ৭:০১ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /