মাদারীপুরে বাকি না দেওয়ায় মুদি দোকানি প্রতিবন্ধী স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই বখাটের বিরুদ্ধে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল মান্নান হাওলাদার কমলাপুরের শফিজুদ্দিন হাওলাদারের ছেলে ও অভিযুক্ত এনায়েত সরদার একই এলাকার মজিদ সরদারের ছেলে। অপর অভিযুক্তের নাম পাওয়া যায়নি।
জানা গেছে, ডাসার উপজেলার কমলাপুর এলাকায় বাড়ির সামনে মুদি দোকানের আয় দিয়ে সংসার চালিয়ে আসছেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল মান্নান হাওলাদার ও তার স্ত্রী নুরজাহান বেগম। এই দুই প্রতিবন্ধীর কাছ থেকে ৫ মাস আগে ৩০০ টাকার বাজার-সদাই বাকি নেন একই এলাকার মজিদ সরদারের বখাটে ছেলে এনায়েত সরদার। কিন্তু আগের পাওনা টাকা না দিয়ে রোববার সন্ধ্যায় আবারও ৯০ টাকার বাজারসদাই বাকি চান এনায়েত।
এতে আপত্তি জানান প্রতিবন্ধী স্বামী-স্ত্রী। পরে ক্ষিপ্ত হয়ে এনায়েত তার এক সহযোগীকে নিয়ে এসে দোকানি আব্দুল মান্নান হাওলাদারকে মারধর করেন। বাধা দিলে তার স্ত্রীকেও মারধর করেন বখাটেরা। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহেতাশামুল ইসলাম জানান, ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ