ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চিকিৎসা পেলেন কসবার পাঁচশ রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, এপ্রিল ২৯, ২০২৫
বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চিকিৎসা পেলেন কসবার পাঁচশ রোগী

ব্রাহ্মণবাড়িয়া: বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর সরকারবাড়ি তরুণ প্রজন্ম সংঘের যৌথ উদ্যোগে গ্রামের পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে স্থাপিত ‘মা আমেনা গফুর চ্যারিটেবল‌ হাসপাতালে’ রোগীদের এ চিকিৎসা দেওয়া হয়।

 

ওই গ্রামের বাসিন্দা প্রয়াত শাহআলম সরকার রিপনের স্মরণে এ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার কাজী আদনানসহ আটজনের একটি দল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দেন।  

এ সময় ঢাকাস্থ মান্দারপুর সমিতির উপদেষ্টা এম এ কাইয়ুম সরকার, মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহের হোসেন সরকারসহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ৫০০ রোগীর নাম আগে থেকেই তালিকা করা ছিল। বিকেল নাগাদ অর্ধশতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যে অপারেশন করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।  

সেবা নিতে আসা সাফিয়া খাতুন বলেন, স্বামী মারা গেছে কয়েক বছর হয়েছে। ঘরে এক ছেলে রয়েছে অসুস্থ। চোখের সমস্যা দেখা দিলেও টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারি নাই। গ্রামে বসুন্ধরার মাধ্যমে নিখরচায় চোখ দেখাইছি। ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি অপারেশনও করাবে তারা।

বৃদ্ধ আবু তাহের বলেন, চোখে এলার্জির সমস্যা দেখা দিয়েছে অনেক দিন ধরে। ডাক্তারের মাধ্যমে সঠিক পরামর্শ পেয়েছি। ঢাকায় না গিয়ে হাতের নাগালে বসুন্ধরা আই হসপিটালের মাধ্যমে ফ্রি চিকিৎসা পেয়ে আমার মতো সবাই খুশি।

নিখরচায় চিকিৎসাসেবার ব্যবস্থা করায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মা আমেনা গফুর চ্যারিটেবল‌ হাসপাতালের প্রতিষ্ঠাতা এম এ কাইয়ুম সরকার। তিনি প্রতিবছর এমন আয়োজন করে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পাওয়ার ব্যবস্থা করে দিতে বসুন্ধরার প্রতি আহ্বান জানান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।