ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে নামা দুই যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, অক্টোবর ২১, ২০২৫
মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে নামা দুই যুবকের লাশ উদ্ধার স্লুইজগেটের আশপাশে জনতার ভিড় জমে যায়। এসময় নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর-রশিকপুরের স্লুইজগেটে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টা এবং সাড়ে ৮টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভির (২০) এবং আমদহ গ্রামের মহিন শেখের ছেলে কৌশিক (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর স্লুইজগেটে গোসল করতে যান। গভীর পানিতে নেমে তলিয়ে গেলে তারা আর ওপরে উঠতে পারেননি। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে প্রথম যুবকের এবং রাত ৮টা ২৭ মিনিটে দ্বিতীয় যুবকের লাশ উদ্ধার করে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঘটনাস্থলে এলাকাবাসী ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, মুজিবনগর উপজেলার রশিকপুর ও রতনপুর গ্রামের সংযোগস্থল এই স্লুইজগেটটি। পানির সৌন্দর্য দেখতে এসে বিগত কয়েক বছরে প্রায় আটজন মারা গেছেন এখানে।  

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতি বছরে এখানে মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে স্থানটির সুরক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা স্থানটিকে সুরক্ষার জন্য আবেদন জানান।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।