যশোর: দেশের শ্রমিকশ্রেণির জীবনমান, অধিকার ও কর্মপরিবেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
তিনি বলেছেন, যুগ যুগ ধরে শ্রমিকরা লড়াই করে নিজেদের অধিকার আদায় করে আসছে।
শুক্রবার (২ মে) যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নার্গিস বেগম।
তিনি বলেন, শ্রমিক দলের গৌরবময় ইতিহাস রয়েছে। দেশের প্রতিটি সংকটময় সময়ে এই সংগঠনের নেতা-কর্মীরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। এখন শুধু শ্রমিকদের অধিকার নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনেও তাদের সোচ্চার থাকতে হবে।
যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন— বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আলোচনায় আরও অংশ নেন— যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি সভাটি পরিচালনা করেন।
এসআরএস