পটুয়াখালীর বাউফল উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি গরু, দুটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস-মুরগি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন গৃহকর্তা অটোরিকশাচালক নিজাম উদ্দিন (৫০)।
রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিজাম উদ্দিন জানান, রাত আনুমানিক ১টার দিকে গবাদি পশুর ডাক শুনে ঘর থেকে বের হতেই দেখতে পান, গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে তার দুইটি গরু, দুইটি ছাগল এবং প্রায় ৫০টি হাঁস-মুরগি মারা যায়। আগুন নেভাতে গিয়ে নিজাম উদ্দিনের মুখমণ্ডল, পা ও শরীরের কয়েক স্থানে দগ্ধ হয়।
নিজাম উদ্দিনের পরিবারের দাবি, এর আগেও তাদের বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তারা ধারণা করছেন, শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারউজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ