গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় একশ’ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও আসামি করা হয়েছে।
সোমবার (৫ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সদস্য আল আমিন বাদী হয়ে বাসন থানায় এ মামলাটি দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একপর্যায়ে তিনি গাড়িতে করে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুড়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং তার ওপর চড়াও হয়। এতে হাসনাত আব্দুল্লাহর ডান হাতে রক্তাক্ত জখম হয়।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সদস্য আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১শ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আরএস/এএটি