ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

মুজিব-হাসিনা সংশ্লিষ্ট ৩ শতাধিক বই পুড়িয়ে দিল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, আগস্ট ১৮, ২০২৫
মুজিব-হাসিনা সংশ্লিষ্ট ৩ শতাধিক বই পুড়িয়ে দিল শিক্ষার্থীরা পুড়িয়ে ফেলা হচ্ছে মুজিব-হাসিনা সংশ্লিষ্ট বই

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।  

সোমবার (১৮ আগস্ট) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এ দুজনকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়।

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশ থেকে শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনাসহ স্বৈরাচারের সব স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে। শিক্ষকরা বলেছিলেন আমাদের লাইব্রেরি থেকে তাদের সব বই ফেলে দিয়েছেন, কিন্তু আজ আমরা দেখলাম সেই বইগুলো এখনো বিদ্যমান রয়েছে। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বইগুলো এনে পুড়িয়ে ফেলেছে।  

তারা আরও বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলা এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না।

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অনিল চন্দ্র কির্ত্তনীয়া বলেন, আমি স্টেশনে নাই তবে শুনতে পেয়েছি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট কিছু বই পুড়িয়ে দিয়েছে।  

তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় সব বই সরিয়ে ফেলা হয়েছে বলে আমি জানতাম। লাইব্রেরিয়ান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লাইব্রেরিতে কোনো বই ছিলে কি না সেটা আমার জানা ছিল না।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।