ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নরসিংদীতে আ. লীগ-যুবলীগের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, মে ৬, ২০২৫
নরসিংদীতে আ. লীগ-যুবলীগের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকজন।

 

আওয়ামী লীগ ও যুবলীগের সমর্থক দুটি পক্ষের মধ্যে সোমবার (৫ মে) গভীর রাত থেকে মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় থেমে থেমে  এ সংঘর্ষ চলে।  

নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

তারা দুজনই যুবলীগ নেতা আবিদুর রহমান রুবেলের সমর্থক বলে জানা গেছে।  

পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে রায়পুরার মেথিকান্দা এলাকার সাবেক ইউপি মেম্বার আওয়ামী লীগ সমর্থক আব্দুল বাসেদ ভূইয়ার সঙ্গে উপজেলা যুবলীগ সমর্থক আবিদুর রহমান রুবেলের দন্দ রয়েছে। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে একাধিক বার সংঘর্ষ ও একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। সর্বশেষ সোমবার গভীর রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। রাতভর চলে সংঘর্ষ। সংঘর্ষে সাইফুলসহ দুজন গুলিবিদ্ধ হন। থেমে থেমে সংঘর্ষ চলাকালে সকালে সাইফুলের পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলিবিদ্ধ রাহাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপপাতালে পাঠানো হয়।  

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।