সাতক্ষীরা: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, সাতক্ষীরায় ৩৬ কিলোমিটার স্থল ও ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির টহল বাড়ানো হয়েছে। আগে ৫০০ গজ অন্তর একজন দায়িত্ব পালন করলেও এখন ৩০০ গজ অন্তর বিজিবি সদস্যরা টহলে রয়েছেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
আরএ