ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভারত-পাকিস্তান সংঘাত: সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, মে ৮, ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাত: সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার সীমান্তে বিজিবির টহল

সাতক্ষীরা: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বিজিবি জানায়, সাতক্ষীরায় ৩৬ কিলোমিটার স্থল ও ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে।

সীমান্ত নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। এ কাজে অতন্দ্র প্রহরী হিসেবে নিয়োজিত রয়েছে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন ও শ্যামনগরের নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন।

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির টহল বাড়ানো হয়েছে। আগে ৫০০ গজ অন্তর একজন দায়িত্ব পালন করলেও এখন ৩০০ গজ অন্তর বিজিবি সদস্যরা টহলে রয়েছেন।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।