ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নড়াইলে বিলে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, মে ৯, ২০২৫
নড়াইলে বিলে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ 

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তিনি বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

তারা জানান, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। পিকনিক শেষে বাড়ি ফিরে কিছুক্ষণ পর আবার বের হয়ে যান সালমান। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিল পরিবার। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয় সূত্রে কাউলিডাঙ্গা বিলে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।  

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।